প্রথম ঘটনার সুত্রঃ চরে থাকা তরমুজ চাষিদের জমিতে দুটি মহিষ প্রবেশ করে। দুটি মহিষকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এর মধ্যে একটি মহিষের পেটে থাকা বাচ্চা নষ্ট হয়ে পড়ে যায়। এতে মহিষ খামারিদের হামলায় তরমুজ চাষিদের ৪ জন আহত হয়। তারা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে।
অপরদিকে তরমুজ চাষিদের হামলায় মহিষ খামারিদের ২ জন আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নেয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টায়
দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে।
প্রথম ঘটনার সুত্র ধরে দ্বিতীয় ঘটনাঃ-
বৃহস্পতিবার রাত প্রায় ৯ টায় তরমুজ চাষিদের পক্ষ হয়ে চরে ১৫ টি মহিষ লুট ও হামলাসহ অগ্নিকান্ড চালানো হয়।
শান্তিরহাট এলাকার সবুজ ও জয়ারহাট এলাকার বজলুসহ অজ্ঞাত প্রায় ২৫ জনের বিরুদ্ধে এমন অভিযোগ মহিষ খামারিদের।
চরে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডসহ প্রশাসনের দৃষ্টি কামনা করছেন মহিষ খামারিরাসহ সাধারণ মানুষ।
Leave a Reply