1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে দূর্ধষ্য চুরি, কুড়ি লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৬ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগীহাটের শফিক শপিং সেন্টারে ৮ মার্চ (শনিবার) দিবাগত রাত ১ টার পর দূর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে। নগত ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১৯ লক্ষাধিক টাকার কীটনাশক দ্রব্য দোকানের ১ তলা ভবনের সিঁড়ির উপরের ওয়াল ভেঙ্গে এবং সমনের সাটারের তালা কেটে ভিতরে ঢুকে চোরেরা চরি করে নিয়ে গেছে।

ডুগডুগীহাটের শফিক শপিং সেন্টারে স্বত্বাধিকারী শাহাদাত হোসেনের ছেলে শফিকুল ইসলাম (শফিক) বলেন, আমি ৯ মার্চ (রবিবার) সকালে দোকান খোলার জন্য এসে দেখি সাটারের ১টি তালা কাটা রয়েছে। অপর পাশের তালা খুলে দোকানের ভতরে গিয়ে দেখি ড্রয়ার ভাঙ্গা ও খোলা। ড্রয়ারে রক্ষিত ১লক্ষ কুড়ি হাজার টাকা নেই।

সামনে গিয়ে দেখি ইনতেফা ও টেন্স কোম্পানির অনেক গুলি কীটনাশক দ্রব্যের কার্টুন নেই। হিসেব করে দেখি যার বাজার মূল্য ১৯ লক্ষাধিক টাকা। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি ওয়াল ভাঙ্গা। বাইরে গিয়ে দেখি বাউন্ডারী ওয়ালের কোনে কীটনাষকের কার্টুনগুলি ছিড়া ও খালি পড়ে আছে। আমি তখন কোনো উপায় না পেয়ে লোকজনকে ডেকে ঘটনাটি অবহিত করি এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করি।

ডিউটিদার সুলতান বলেন, ঘটনার দিন আমি রাত ৯ টা থেকে ৪ টা বিশ মিনিট পর্যন্ত দোকানে পাহারা দিয়েছি। আমি চুরির ঘটনা কিছু বলতে পরি না।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন,খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছিলাম। জিজ্ঞাসাবাদের জন্য ডিউটিদার সুলতানকে আটোক করে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com