তুহিন দেওয়ান।
আপনার ছেলে বন্ধু বা BF থাকলে তাদের সাথে কোথাও ঘুরতে যাবেন না। আবেগে পরে গেলে সতিত্ব হারাবেন । কেনো না পুরুষ একজন প্রাপ্ত বয়স্ক তার মেয়ে বান্ধবী বা জি এফ কে একা পেল সে তার মনের খায়েশ মিটাইবেই।
কারো সাথে রিলেশন থাকলে বেকআপ করে ফিরে আসুন তওবা করে।
কেনো না এটা হারাম যেনা সমতুল্য পাপ। আল্লাহ তায়ালা নিষেধ করেছে।
ফিরে না আসতে পারলে আপনার বি এফ কে বলুন বাসায় প্রস্তাব নিয়ে আসতে।যদি বলে বেকার আপনি বলবেন বেকার অবস্থায় পেম করতে পারো বিয়ে করলে সমস্যা কি।
মনে রাখবেন হারামে আরাম নেই।। বিয়ার আগে রিলেশন হারাম।।
১. স্কুল-কলেজ বা কোচিংয়ে আসা-যাওয়ার সময় জনসমাগমপূর্ণ রাস্তা ব্যবহার করুন। প্রয়োজনে পরিবারকে জানান কোন রুটে যাচ্ছেন।
২. সন্ধ্যার পর একা বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। খুব জরুরি হলে পরিবারের কাউকে সঙ্গে রাখুন।
৩. রিকশা, অটো, সিএনজি বা বাসে ওঠার আগে নিশ্চিত করুন সেখানে অন্য নারী যাত্রী আছেন কিনা। একা হলে অন্য যানবাহন নিন।
৪. মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন। রাস্তায় হাঁটার সময় বা বাহনে বসে মোবাইল স্ক্রিনে না তাকিয়ে চারপাশে খেয়াল রাখুন।
৫. নিজেকে র*ক্ষার জন্য প্রস্তুত থাকুন। ব্যাগে স্প্রে, ছোট ছু*রি বা আত্ম*রক্ষার জন্য শক্ত কিছু রাখুন। প্রয়োজনে আত্ম*রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিন।
৬. অপরিচিত স্থানে একা যাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি বন্ধ রাখুন।
৭. পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বিপদে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।
সর্রোপুরি অভিবাবকেরা আরো সচেতন হন,আপনার মেয়েকে চোখে চোখে রাখুন সে ফোন দিয়ে সারাদিন কি করে খোঁজ নেন।সম্ভব হলে অনার্সের আগে এন্ড্রয়েড ফোন দিয়েন না।
মেসে বা হোস্টেলে দিলেও খোঁজ নেন।
আর প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে বিয়ে দিয়ে দেন,বিয়ার পরেও পড়াশোনা করা যায়।
নিজেকে সুরক্ষিত রাখুন, আত্মবিশ্বাসী হন, এবং কখনোই ভয় পাবেন না!
পোস্ট টা #শেয়ার করে ছড়িয়ে দেন,আপনার পোস্ট টা পড়ে কেউ সচেতন হতে পারে।
Leave a Reply