হাসান আহমেদ হৃদয় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
সাম্প্রতিককালে ধর্ষণ নারী নির্যাতন ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। অবিলম্বে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন প্রণয়নের জোর দাবি জানিয়েছেন ইসলামী
ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব।
আজ সোমবার এক বিবৃতিতে মাওলানা আব্দুর রকিব বলেন,নারীর স্বাধীনতার নামে বেলেল্লাপনা
বেহায়াপনার দরুণ সমাজে ধর্ষণের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। প্রচলিত আইনে ধর্ষণ, নারী
নির্যাতনের বিচারে ধীরগতি এবং লঘুশাস্তির কারণে ধর্ষণ ব্যাভিচার দিন দিন বাড়ছে।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যৌন সহিংসতার শিকার হচ্ছে অহরহ।
ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। মাগুড়ায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জাতি শঙ্কিত।
মাওলানা আব্দুর রকিব বলেন, শিক্ষার সর্বস্তরে নৈতিক ও ইসলামী শিক্ষা বাধ্যতা মূলক করতে হবে। ধর্ষণের বিচার সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে হবে।তিনি ধর্ষণ, যৌন সংহিসতা, নারী নির্যাতন প্রতিরোধে সকল মসজিদের ইমাম খতিবদের জুমার
খুৎবায় কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার আহবান জানান।
Leave a Reply