ভোলা প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক ঘর নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বিপ্লব চৌধুরীকে মিথ্যা ধর্ষণ মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল সকাল ৯টার দিকে স্থানীয় ১০-১২ জন মানুষের উপস্থিতিতে বিপ্লব চৌধুরীর ফুপু খাদিজা ওরফে হেনা এবং শামী নুরুল ইসলাম তাকে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ করেন বিপ্লব চৌধুরী।
এ ঘটনায় বাংলাদেশ জাতীয় রিপোর্টার্স ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, “কোনো নিরপরাধ ব্যক্তিকে পারিবারিক দ্বন্দ্বের জেরে মিথ্যা মামলার ভয় দেখানো আইনের অপব্যবহার। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ঘর নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে বিপ্লব চৌধুরী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধান ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Leave a Reply