মোঃ আসাদ আলী
রিপোর্টার
দিনাজপুর বাজার প্রায় সব ক্রেতাই নারী হওয়ায় তার নাম হয়েছে বউ বাজার। বড় বড় দোকানও শপিংমলে বিক্রি হয় যে মানের পোশাক গুলো ঠিক সে মানের পোশাক ও কাপড় সস্তা দামে পাওয়া যায় ব্যতিক্রম বউ বাজারে। এখানকার দোকানিদের বড় দোকান ও শপিংমলের মত খরচ না থাকায় একই মানের পোশাক সস্তায় বিক্রি করতে পারে। নারী ও শিশুদের পছন্দের পোশাক যেমন সালোয়ার কামিজ টু পিস থ্রি পিস গেঞ্জি সহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায় বউ বাজারে। এছাড়াও পাওয়া যায় শাড়ি বোরকা সহ পোশাক তৈরির বিভিন্ন প্রকার থান কাপড়। দিনাজপুর শহরের মালদা পট্টি ফুটপাতে প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বউ বাজারে বেচাকেনা থাকে। এ বাজারের সব দোকানিরা শহরের বড় বড় দোকান বা শপিংমলের কর্মচারী। তারা সপ্তাহে ছয় দিন মহাজনের কাজ শেষে শুক্রবার নিজেরাই ব্যবসা পরিচালনা করেন। বউ বাজারের ব্যবসায়ীরা বলেন দোকান ভাড়া কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল সাজ-সজ্জার খরচ উঠাতে বড় দোকান বা মার্কেটে পাওয়া পোশাক বা কাপড় এর দাম বেশি হয়। ফুটপাতে দোকানে কোন খরচ লাগে তাই বউ বাজারে সস্তা দামে কাপড় পাওয়া যায়। তাই সপ্তাহে প্রতি শুক্রবার বউ বাজারে ক্রেতার ভিড় করে । শুক্রবার ১৪ মার্চ বউ বাজারে পোশাক কিনতে আসা শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা মোছাঃ লুবনা আক্তার বলেন, বড় মার্কেটে যেসব মানের পোশাক পাওয়া যায় এখানেও একই মানের পোশাক পাওয়া যায়। কিন্তু পার্থক্য হল দামে, তাদের থেকে এখানে দাম অনেক কম, কম দামের একই মানের পোশাক পাওয়া যায় বউ বাজারে। দিন দিন বউ বাজারের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এখানে দরিদ্র পরিবারের পাশাপাশি উচ্চবিত্ত পরিবারের নারীরাও পোশাক কিনতে আসতেছে।
Leave a Reply