রাজিব হাসান রাজু ( চরফ্যাশন প্রতিনিধি)
বছরের পুরোটা সময় ভালো বিক্রি ও লাভের জন্য দুই ঈদ এবং দুর্গাপূজার অপেক্ষায় মুখিয়ে থাকেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদুল ফিতর ঘিরেও আশায় বুক বেঁধেছেন তারা। কেউ সঞ্চয়ের অর্থ, কেউবা ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে নতুন মালামাল সাজিয়েছেন। ভালো বিক্রি করে লাভের আশায় দিন গুনছেন তারা।
যদিও এখনো ঈদের বেচা-বিক্রি তেমন জমে ওঠেনি। তবে তা ছাপিয়ে ব্যবসায়ীদের কাছে এখন বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে নিরাপত্তা। রাতে দোকানে চুরির শঙ্কা যেমন রয়েছে, তেমনই নগদ টাকা নিয়ে ঘরে ফেরার ঝুঁকিতেও আছেন
তবুও বেস্থ সময় পার করছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, ততই গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। বিক্রির পর দোকানে নগদ টাকাও বেশি থাকবে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশ অনেকটা নিষ্ক্রিয়। এ সুযোগে বিভিন্ন মার্কেটে চুরি-ডাকাতি বেড়েছে। সার্বিক পরিস্থিতিতে সবাই দুশ্চিন্তায় রয়েছেন। কখন কী ঘটে যায়!
বিক্রির পরে এ সুযোগে বিভিন্ন মার্কেটে চুরি-ডাকাতি বেড়েছে।- বলছেন ব্যবসায়ীরা
Leave a Reply