কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে কচুতে মুখ চুলকানোয় ২ জন সবজি ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১জন মারাত্মক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।
জানা গেছে, উপজেলা বাউশলা গ্রামের জোহর আলীর ছেলে জাকির হোসেন ও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মোকাম থেকে সবজি কিনে এনে ওই গ্রামের মোমিনগঞ্জ বাজারে বিক্রি করে আসছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার ভবানীপুর গ্রামের ওমর আলী গাজীর ছেলে খলিল গাজী কচু কিনে বাড়িতে নিয়ে যায়। ওই কচু রান্না করে খেয়ে তাদের পরিবারের লোকজনের মুখ চুলকায়। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী খলিল গাজীর নেতৃত্বে তার ভাই সুলতান হোসেন, হায়দার আলী ও ভাইপো ইমরান হোসেন সবজি ব্যবসায়ী জসিম উদ্দিনকে লোহার রড দিয়ে মারপিট করতে থাকে। এ সময় তার ভাই জাকির হোসেন ঠেকাতে আসলে তাকে লোহার রড বেধড়ক মারপিট করে আহত করে। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে জাকির হোসেনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জসীমউদ্দীন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এ খবর লেখার সময় আহদের পরিবারের পক্ষ থেকে কেশবপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।
Leave a Reply