প্রিয় পাঠক,
পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি সকলের জন্য আনন্দের উৎস।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী আপনাদের সকলকে জানাচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তিনি বলেন, “ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা সৃষ্টি করে। এই আনন্দঘন মুহূর্তে আমি প্রার্থনা করি, সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হোক।”
তিনি আরও বলেন, “দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ সবসময় সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পক্ষে কাজ করে। আমাদের সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই ঈদে সকলের জীবনে আসুক শান্তি, সম্প্রীতি ও সুখের অজস্র মুহূর্ত।”
ঈদের এই আনন্দঘন দিনে পত্রিকার সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিদের পক্ষ থেকেও পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক!
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পরিবার
Leave a Reply