রাজিব হাসান রাজু, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফরাজী বাড়িতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইফতার নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজের ছোট ছেলের হাতে প্রাণ হারিয়েছেন মোঃ রতন ফরাজী।
অভিযুক্ত ছেলে মোঃ আমিরুল এর সঙ্গে ইফতারের বিষয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রাগের বশে আমিরুল তার বাবার গলা চেপে ধরে। এতে রতন ফরাজী ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। গ্রাম্য ডাক্তার এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, রতন ফরাজী ও তার ছেলে আমিরুলের মধ্যে ইফতার নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ক্ষুব্ধ আমিরুল তার বাবাকে শারীরিকভাবে আক্রমণ করেন। এর পরেই এই মর্মান্তিক মৃত্যু ঘটে।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রতন ফরাজীর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এই নির্মম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য পরিবারগুলোকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনা স্থানীয় প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply