1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

ভোলার বোরহানউদ্দিনে চুরির প্রতিবাদে মানববন্ধন করায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা।

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩ বার ভিউ

ভোলা জেলা প্রতিনিধি ঃ

ভোলার বোরহানউদ্দিন থানাধীন পদ্মা মনষা গ্রামে চুরির প্রতিবাদ করে মানববন্ধন করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে চোর চক্ররা। এসময় প্রতিপক্ষরা আহতকে কুপিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকার নগদ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।গতকাল শুক্রবার রাত দশটায় দালাল বাজারের শাহিনের দোকানের সামনে বসে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসমাইল (৪৫) নামের একজন গুরুতর জখম হয়। আহত ইসমাইল বোরহানউদ্দিন থানাধীন পদ্ম মনষা গ্রামের মৃত্যু হেদায়েত হোসেনের ছেলে।পরে স্থানীয়রা আহত ইসমাইলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন থানা সুস্থ কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে গুরুতর আহত ইসমাইলের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে র ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত সূত্রে জানা যায় আহত ইসমাইল সহ স্থানীয় গণ্যমান্য গ্রামের ব্যক্তিবর্গ তাদের গ্রামে চুরি,ছিনতাই ধর্ষণের প্রতিবাদে শুক্রবার দিন তাদের মসজিদের কমিটির লোক সহ এলাকার ব্যক্তিবর্গ একটি মানববন্ধন করে।এ সময় এলাকার চিহ্নিত চোর রিপন চোরার বিরুদ্ধে একটি মানববন্ধন হয় ও মিডিয়ায় সেটি প্রচারিত হয়।

আর এই ঘটনার জেরে চোর রিপন, সালেম, মাহিন,রাকিব সহ অজ্ঞাত আট দশ জন রাত দশটার দিকে দালাল বাজারে শাহিনের দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেত থাকে ব্যবসায়ী ইসমাইলকে হত্যার চেষ্টায়।ব্যবসায়ি ইসমাইল হোসেন বাজার করে বাড়ি ফেরার পথে রিপনচোরা, সালেম, মাহিন, রাকিব, সহ অজ্ঞাত ৮-১০জন দেশীয় ধারালো দা ও রামদা নিয়ে ইসমাইলের প্রথরোধ করে। ধারলো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।এ সময়ে ইসমাইলকে মারধর করে তার সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে আহত্বর ডাক চিৎকারে বাজারে লোকজন ছুটে আসলে পালিয়ে যায় রিপনচোরা ও তার সাঙ্গোপাঙ্গরা।পরবর্তীতে বোরহান উদ্দিন থানা পুলিশ রিপন চোরাকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে রয়েছে তার সাঙ্গো পাঙ্গরা।

এদিকে আহত ইসমাইলের পরিবাররা সাংবাদিকদের আরো জানায়, রিপনের সহযোগী সালেম সহ অজ্ঞাত লোকেরা তাদের বিরুদ্ধে মানববন্ধনে হাজির হওয়ায় অন্যান্যদেরও কুপিয়ে জখম করে বলে হুমকি ধামকি দেয়।বর্তমানে আহত ইসমাইল শেবাচিমের অর্থোপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আহত ইসমাইলের পরিবার ও স্থানীয়রা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com