মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
আজ সোমবার খাগড়াছড়ি দীঘিনালায় ফিলিস্তিনে গাঁজায় ইজরাইলের বাহিনির চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বোয়ালখালী বাজার মসজিদ থেকে শুরু হয়ে দীঘিনালা কলেজ গেট গিয়ে শেষ হয় । মিছিলে হাজারো তৌহিদী জনতার উপস্থিতি দেখা যায়।
দীঘিনালার প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবগণ মুসল্লী নিয়ে মিছিল অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় ছাত্রনেতা মোঃ জাহিদ , ইসলামী যুবনেতা মোঃ আশরাফুল।
সমাবেশের সভাপতিত্ব করেন দীঘিনালা কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম মাওলানা জামিল সাহেব ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চালাচ্ছে , তা মানবতা বিরোধী চরম অপরাধ । অথচ বিশ্ব মুসলিম শক্তিশালী দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় ।
এবং ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক দেয়।
ফিলিস্তিনের জনগণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় বিশ্ব মুসলিম দরবারে। পরে নির্যাতিত মুসলমানদের জন্য অশ্রুর জোড়া মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
Leave a Reply