পটুয়াখালী জেলা প্রতিনিধি।
চেক ডিজঅনার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ছোট ভাই একেএম ফরিদ মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ৮০ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুনানি শেষে পটুয়াখালীর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোঃ বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়,পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্সের’ স্বত্বাধিকারী এটিএম মোকাম্মেল হোসেনের সঙ্গে ফরিদ মোল্লার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে মোকাম্মেলের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা ধার নেন ফরিদ মোল্লা। ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ মোল্লা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে মোকাম্মেল হোসেনকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দেন। পরদিন ব্যাংকে চেকটি জমা দিলে অ্যাকাউন্টে টাকা না থাকায় সেটি ডিজঅনার হয়। এরপর ২০২০ সালের ৯ জানুয়ারি ফরিদ মোল্লাকে একটি লিগ্যাল নোটিশ পাঠান মোকাম্মেল হোসেন। পরে তিনি আদালতে মামলা করেন।
Leave a Reply