ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খাসমহল বাজার এলাকায়
ইয়াবা সেবন করে দাখিল পরিক্ষার্থী কে ধর্ষণ।ধর্ষক ওমর কাজী ও একই এলাকার সোহাগ হাওলাদারের ইয়াবা সেবনের ছবি এসেছে প্রতিবেদকের হাতে।
যাহা ওই ছবিতে ধর্ষক ওমর কাজী ও সোহাগ নামক যুবককে ইয়াবা সেবন করতে দেখা যায়।
ধর্ষণের কিছুক্ষণ আগে তারা দুইজন ইয়াবা সেবন করছেন বলে জানায় সোর্স। ধর্ষণের ঘটনায় পালাতক রয়েছেন ধর্ষক ওমর কাজী ও সোহাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
খাস মহল বাজার এলাকায় সোহাগ হাওলাদার ও ধর্ষক ওমর কাজী ইয়াবা সেবন করার ছবিতে ধর্ষণের রহস্য লুকিয়ে থাকতে পারে এমনটি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
এছাড়াও এলাকায় সোহাগ হাওলাদার ও ধর্ষক ওমর কাজীর বিরুদ্ধে রয়েছে একাধিক অপরাধের অভিযোগ।
গত-১১-০৪-২০২৫ ইং তারিখ রাতে দাখিল পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।
তবে ইয়াবা সেবনের ছবিতে ধর্ষক ওমর কাজীর সাথে থাকা সোহাগ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করলে লুকিয়ে থাকা তথ্য বেরিয়ে আসতে পারে এমনটি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ আসলে দর্শন কারি একজন না একাদিক সোহাগ কে আইনের আওতায় নিয়ে জিজ্ঞেসা বাদ করলে তথ্য বেরিয়ে আসবে কারন দর্শিতা রাতের অন্ধকারে চোক মুখ বাদা ছিল তাই হয়তো দেখেনি আর সেটা না হলেও সোহাগ দর্শন কারিকে সহযোগিতা করতে পারে বলে এলাকা বাসির ধারনা কারন রাত তিনটায় সোহাগ ঐ দর্শিতাকে নিয়ে আবার ভোলা হসপিটাল জায় সাধারণ মানুষের পাসানো এতো রাতে সোহাগ খবর পেলো কি ভাবে আর ধর্ষিতা বাড়ি সোহাগের বাড়ি থেকে আধা কিলু তাই এলাকার মানুষ এটা অন্য ভাবে দেখছে।
Leave a Reply