বোচাগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি) বোচাগঞ্জে টেকসই পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদন ও উদ্যোক্তাদের মান উন্নয়নে আশার আলো জাগিয়েছেন কৃষি বিভাগের পার্টনার মাঠ স্কুল।
ব্যতিক্রমী এই স্কুলে পড়ে কৃষক-কৃষাণীরা দক্ষ হয়ে উঠছে পরিবেশবান্ধব চাষাবাদে। ভূমিকা রাখছে পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে
সরেজমিনে গিয়ে দেখা যায়,বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের ত্রিপলশিট বিছিয়ে ২৫ জন কৃষক-কষাণী মনোযোগ দিয়ে ক্লাস করছেন।কৃষক-কৃষাণীদের নির্দিষ্ট ফসলের উপর মৌসুমব্যাপী ১০ টি ক্লাসে শেখানো হচ্ছে ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি। ক্লাসের পাশাপাশি মাঠে হাতে কলমে ফসলের রোগ ও পোকামাকড় পরিচিতি এবং প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
এই স্কুলের শিক্ষার্থী কৃষক তপন চন্দ্র রায় জানান,আমরা এই স্কুলের মাধ্যমে নতুন পদ্ধতিতে চাষাবাদ শিখতে পারতেছি। আগে আমরা ভালো পদ্ধতি শিখতে না পারার কারণে কীটনাশক ছিটাতাম এতে আমাদের পরিশ্রম খরচ বেড়ে যেত। স্কুল থেকে জেনেছি এতে পরিবেশও দূষিত হয়। এখন আমরা উপকারী ও ক্ষতিকর পোকা চিনে সে অনুযায়ী কীটনাশক ছিটাই। ভবিষ্যতে আমরা পরিবেশবান্ধব চাষাবাদ করতে পারবো।
একই স্কুলের আরেক শিক্ষার্থী কৃষাণী লিপি রানী জানান, এই স্কুলটা হয়ে হামার অনেক উপকার হয়েছে। এর মাধ্যমে হামরা বাড়ীর পরে থাকা জমিতে চাষাবাদ করিবা পারেছি।এই স্কুলটা পড়ি হেনে নিজের তৈরি জৈব সার দিয়ে এখন ফসল লাগাই।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে রবি মৌসুমে ধান,গম, সরিষা, ডাল ও নিরাপদ সবজি এবং ফল উৎপাদনের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে ১৪ টি পার্টনার মাঠ স্কুলের মধ্যে ১০ টি পার্টনার মাঠ স্কুলের কার্যক্রম সম্পন্ন হয়েছে,বাকী ০৪ টি স্কুল কার্যক্রম চলমান।এই স্কুলগুলোতে ফসলের আধুনিক চাষাবাদ ও ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন,পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার মাঠ স্কুলে ফসলের আধুনিক জাত নির্বাচন থেকে শুরু করে নিরাপদ উপায়ে অধিক ফসল উৎপাদনের জন্য যাবতীয় কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে।
Leave a Reply