মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
ঢাকা প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কলেজ ক্যাম্পাস সংলগ্ন হলুদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেয়া নেতা কর্মীরা জানান, গত শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় বিকালে নিজ ক্যাম্পাসের সামনে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে ২ ছাত্রীকে উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক লোকমান হোসেনের উপস্থাপনায় মানববন্ধনে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক শামসু রানা, উপজেলা যুবদলের আহবায়ক মোতালেব হোসেন ও কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. রবিউল হোসেন অংশগ্রহণ করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জ্ঞান চাকমা বলেন ❝একটি তুচ্ছ মিথ্যা অভিযোগে শিক্ষার্থী পারভেজ কি নির্মমভাবে হত্যা করেছে খুনিরা। এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।❞
দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল বলেন অপরাধীর পরিচয় শুধুই অপরাধী তাই পারভেজ এই হত্যাকারী দের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি করেন।
Leave a Reply