1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
হজযাত্রীদের জন‍্য হজ অ‍্যাপ “লাব্বাইক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার নিশব্দ আঁধারে স্পর্শে একটুখানী নিভে যাওয়া দ্বিপ শিখা হাতে হাত রেখে আলো খোজে — বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব) ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি… ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার আপনাদের শেখ সাদী ও কিছু কথা…..(১ম পর্ব) প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শাহিন আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।
সংবাদ শিরোনাম:
হজযাত্রীদের জন‍্য হজ অ‍্যাপ “লাব্বাইক” উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার নিশব্দ আঁধারে স্পর্শে একটুখানী নিভে যাওয়া দ্বিপ শিখা হাতে হাত রেখে আলো খোজে — বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব) ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি… ঘোড়াঘাটে ডাকাত দল পুলিশের গাড়ি থামিয়ে বিপাকে, দুই ডাকাত গ্রেপ্তার আপনাদের শেখ সাদী ও কিছু কথা…..(১ম পর্ব) প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শাহিন আলমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

এশিউর গ্রুপঃ স্বপ্নের পথে শুধুই এগিয়ে চলা…….(২য় পর্ব)

  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার ভিউ

জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।আর নিজের স্বপ্নের প্রতি আস্থা রেখে কাজ করে যেতে হয়। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে আকাশের দিকে তাকিয়ে থাকলে সেটা কখনোই পূরণ হবে না। স্বপ্ন পূরনের লক্ষ্য নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়। আত্মবিশ্বাসী আর পরিশ্রমী হতে হয়। তবেই পূরণ হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন……..

স্বপ্নবাজ শেখ সাদী লেখাপড়া শেষ করার পূর্বেই বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে ঠিকাদারী ব্যবসা শুরু করেন। ব্যবসায়ী জীবনের শুরু থেকেই তিনি জনসেবামূলক কাজকে প্রাধান্য দিতেন। তারই ধারাবাহিকতায় ২০০১ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে আর্সেনিকমুক্ত কূপ ও টিউবওয়েল স্থাপনে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন। এখান থেকেই তার সফলতার গল্প শুরু…..

এরপর ঢাকা শহরেরে মানুষের ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসন এবং নগরবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে এশিউর গ্রুপ। পরিকল্পিত নগরী ও আরামদায়ক জীবনযাপনের জন্য অত্যাধুনিক নকশা সমৃদ্ধ আবাসিক ও বানিজ্যিক স্থাপনা সরবরাহ করে আসছে তারা। শুরু থেকেই কোয়ালিটি ও কমিটমেন্ট ঠিক রেখে এশিউর গ্রুপ এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি। এশিউর সম্পর্কে বিস্তারিত জানতে তাঁদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন- https://www.assuregroupbd.com/

বাংলাদেশের সেরা রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হিসেবে এশিউর গ্রুপের সবচেয়ে বড় অর্জন হলো গ্রাহকদের আস্থা। গ্রাহকদের ভালোবাসা ও আস্থায় দেশসেরা কোম্পানিতে পরিণত হয়েছে। মানসম্মত ও গঠনমূলক কাজের স্বীকৃতি হিসেবে তারা লাভ করেছে বহু জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি। ইতিমধ্যে সফলতার সঙ্গে শতশত প্রকল্প সম্পন্ন করে গ্রাহকদের হস্তান্তর করেছে। চলমান রয়েছে আরও অনেক প্রকল্প, যা শীঘ্রই শেষ করে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে। এশিউর গ্রুপের বিভিন্ন প্রোজেক্ট ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাঁদের অফিশিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/share/19GTL2SuZa/?mibextid=wwXIfr

এশিউর গ্রুপ কথা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এ প্রসঙ্গে এশিউর গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদীর কথা হলো- “প্রতিশ্রুতি রক্ষায় আমাদের বিকল্প কেবল আমরাই”

এশিউর গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হলোঃ

🔸এশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড
🔸এশিউর বিল্ডার্স লিমিটেড
🔸এশিউর প্রপার্টিজ লিমিটেড
🔸এশিউর এগ্রো কমপ্লেক্স লিমিটেড
🔸এশিউর ট্যুরিজম লিঃ (ডেরা)
🔸এশিউর ট্যুর এবং ট্রাভেলস
🔸এশিউর জেনারেল হাসপাতাল লিমিটেড
🔸এশিউর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড

এশিউর গ্রুপের এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আপনারা জেনে খুশি হবেন এশিউর গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৬০% জনবলই কুষ্টিয়ার। দেশের বেকারত্ব নিরসনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় উন্নয়ন ও অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে এশিউর গ্রুপ। এসব কাজের স্বীকৃতি স্বরুপ ইতিমধ্যে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেছেন।

পুরস্কার ও অর্জনসূমহ:
Quality Managerment এর কারণে Assure Group ইতোমধ্যে ISO Certified একটি কোম্পানী হিসেবে স্বীকৃত। ২০২১ সালে আন্তর্জাতিক ম্যাগাজিন Asia One জনাব মোঃ শেখ সাদী Fastest Growing Leadership Award অর্জন করেন এবং Assure Group Fastest Growing Company Award লাভ করে।

এশিউর গ্রুপ দেশের আবাসন খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। একই জায়গার আশেপাশে ১০ টা বিল্ডিংয়ের মাঝে এশিউরের বিল্ডিং খুঁজে নিতে আপনাকে বেগ পেতে হবে না। কোয়ালিটি, নান্দনিক ডিজাইন ও বিল্ডিংয়ের মান দেখে আপনাআপনিই বুঝে যাবেন এটি এশিউরের করা প্রোজেক্ট।
এশিউর গ্রুপ প্রতিটি সেক্টরেই একইভাবে কোয়ালিটি, কমিটমেন্ট ও সেবার মান ঠিক করে বাজারে শীর্ষ অবস্থান অর্জন করেছে। যার নেপথ্যে কাজ করেন এশিউর গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদী। যিনি দক্ষ হাতে সবকিছু পরিচালনা করেন।

শেখ সাদী যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন।
সুনির্দিষ্ট পরিকল্পনা, কাজের প্রতি একাগ্রতা ও কঠোর পরিশ্রমই তাকে সেই কাঙ্ক্ষিত সফলতা এনে দিয়েছে। কুষ্টিয়া-০৪ আসন তথা খোকসা-কুমারখালী নিয়েও তার একই রকম পরিকল্পনা রয়েছে। নিজ এলাকার শিক্ষিত, তরুন ও যুব সমাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, তাঁদেরকে আধুনিক, দক্ষ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে, তাঁদের সাথে করেই খোকসা কুমারখালীকে দেশ সেরা, আধুনিক, উন্নত ও মডেল আসন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধ পরিকর। আর সে অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নই তার রাজনীতির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

আকাশ ছোঁয়ার স্বপ্ন যার রুখবে তাকে কে……

চলবে….
ধারাবাহিক প্রতিবেদনের (২য় পর্ব)
এডমিন পোস্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com