শেখ হাসিনার একটাই পরিচয় বঙ্গবন্ধুর কন্যা!নিজে ইতিহাস খ্যাত স্বৈরাচার।
জোবায়দা রহমানের পরিচয় জানলে অবাক হয়ে যাবেন।
বিএনপি করলে জানতে হবে পড়তে হবে তবেই না গর্ব করে বাংলাদেশ কে বলতে পারবেন।
তৎকালীন পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্য বাহি একমাত্র পরিবারের কণ্যা।
*******************************
¤¤ নামঃ- ডা: জোবাইদা রহমান;
¤¤ স্বামীঃ- জনাব তারেক রহমান;
¤¤ শ্বশুরঃ- লে: জেনারেল জিয়াউর রহমান (বাংলাদেশের সাবেক রাষ্টপতি);
¤¤ শাশুড়ীঃ- বেগম খালেদা জিয়া (বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী);
¤¤ পিতাঃ- রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী);
¤¤ দাদাঃ- আহমেদ আলী খান (ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য, হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা);
¤¤ দাদীঃ- জুবাইদা খাতুন (অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদর মেয়ে);
¤¤ প্রপিতামহঃ- ডা: খান বাহাদুর আজদার আলী খান (বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক);
¤¤ চাচা-১:- জেনারেল এম. এ. জি. ওসমানী;
¤¤ চাচা-২:- অবিভক্ত পাকিস্থানের মন্ত্রী আজমল আলী;
¤¤ চাচা-৩:- ডা: সেকেন্দার আলী খান;
¤¤ চাচাতো বোন:- আইরিন খান (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারী জেনারেল)॥
Leave a Reply