পটুয়াখালী জেলা প্রতিনিধি।
ঝালকাঠি নলছিটি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান বাচ্চু (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব কাছিপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার সূত্রে জানায়, এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান ঝালকাঠী জেলা পরিষদে কর্মরত ছিলেন। শনিবার অফিস শেষে তিনি মোটরসাইকেলযোগে বরিশাল শহরে ফিরছিলেন। তিনি নলিছিটি বিসিকের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেন তিনি। এতে গুরুতর আহত হন সাইদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ডিউটি অফিসার এএসআই সুমন বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
Leave a Reply