তুহিন দেওয়ান তজুমদ্দিন,,
তজুমদ্দিন মডেল স্কুলে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেব মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান এবং তজুমদ্দিন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিমল দে এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুবেল বিশ্বাস ও নজরুল ইসলাম (বিটু পাটোয়ারী)।
সমাবেশে অভিভাবকরা স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের ক্লাস করতে স্থান সংকুলান না হওয়ায় নতুন ভবন বা টিনশেডের ভবন নির্মাণের দাবি জানানো হয়। এছাড়া চেয়ার-টেবিলের সংকট এবং সদর রোডের কাছাকাছি অবস্থানের কারণে রাস্তা পারাপারের ঝুঁকি ও দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
অভিভাবকদের উদ্বেগ ও সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনার পর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
শিক্ষা, নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের এমন উদ্যোগ তজুমদ্দিন মডেল স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply