সম্পাদকীয়।
বিএনপির জনপ্রিয়তা কমাতে ইতিবাচক এর চেয়ে নেতিবাচক ধারণা জন্ম হচ্ছে সাধারণ মানুষ এর নিকট। এখনো দেশের ৭০% মানুষ বিএনপিকেই রাস্ট্র ক্ষমতায় দেখতে চায়।
সোশ্যাল মিডিয়ায় ৪২০ ব্যায়ামে কয়েকটি ভূয়া আইডি থেকে প্রচার করা হচ্ছে কয়েকটি বিষয় নিয়ে সংস্কারের বিএনপির আপত্তি । অথচ বিএনপি-ই একমাত্র সংস্কার ও রাস্ট্র মেরামত নিয়ে সর্বপ্রথম আওয়াজ তুলেছিল। এখনো সংস্কার গুলো চাইতেছে। কিছু কিছু দল সময় ক্ষেপন করে আওয়ামী লীগের লোকজন কে তাদের দলে স্থান করে দেওয়ার জন্য মরিয়া হয়ে বিভিন্ন প্রকার প্রপাগান্ডা বিএনপির নামে চালিয়ে যাচ্ছে। তাহারা বুঝতে পারছে না একটি নির্বাচিত সরকারের হাতেই দেশ ও দেশের জনগণ নিরাপদ থাকে।
বিএনপি কখনো বলেনি সংস্কারে আপত্তি, বিএনপি বলেছে আগে স্হানীয় নির্বাচন হলে অস্থিরতা বৃদ্ধি পাবে,
বিএনপি কখনো বলেনি আওয়ামিলীগ ছাড়া নির্বাচনে যেতে তাদের আপত্তি আছে,
মনগড়া চিন্তা থেকে এসব মিথ্যা বানোয়াট অপপ্রচার করা উচিত নয়।
লেখার ধরন দেখে মনে হয় না, এই আইডিগুলি উল্লেখিত ব্যক্তিদের নাম ঠিকানা সঠিক রয়েছে। অনেক রাজনীতিবিদ ও গণমাধ্যমের ধারণা সমাজের ব্যক্তিত্ব অপরিচিত কিছু মানুষের নামে পরিকল্পিতভাবে ভূয়া আইডি খুলে কিছু মুখোশধারী ৪২০ কেউ মিথ্যা মিশ্রিত প্রপাগাণ্ডা ছড়িয়ে দেশের জনগনের আশা আকাংখা কে ভুলুন্ঠিত করতে চাইছে।
বি,এন,পির নেতাকর্মী সমর্থকরা জুলাই গনঅভ্যুত্থানে অংশ গ্রহন করে,জীবন বিসর্জন দিয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের মাফিয়াদের হামলা মামলার শিকারে পরিণত হয়েছিল। বিএনপির বিরুদ্ধে ৭০ হাজারেরও বেশি মামলা দিয়ে প্রায় এক কোটি বিএনপি নেতৃবৃন্দে জেল হাজতে এবং আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল তাহাদের মধ্যে আমি এবং আমাদের অনেক গণমাধ্যম কর্মী ও রয়েছে। হাজার হাজার বিএনপি নেতা কর্মী দের হত্যা করা হয়েছিল, রাখা হয়েছিল আয়না ঘর নামক টর্চার সেলে। গাজীপুর কারাগার হাই সিকিউরিটি মত একাকৃত রুমগুলিতে। শুধু তাই নয় ছাত্রনেতা নাসির উদ্দিন পিন্টু, ও অনেক নেতাদিগকে পরিকল্পিতভাবে কারাগরে বিভিন্ন মানসিক ও অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছিল, অনেককে আমার মত পঙ্গু করে দিয়েছিল কারাগারের নর পিচাশ জেলার সায়েম ও ডিআইজি ছগিরের মত অমানুষ কর্মকর্তাদের ধারা।
সোলাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কিছু প্রচার দেখে মনে হয় মহা ভুল তথা অন্যায় করে ফেলেছে বিএনপি।
যখন মনে যা আসে ইচ্ছে মতো বি,এন,পির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট প্রপাগাণ্ডা ছড়িয়ে যাচ্ছে। কিছু ইউটিবার লোকের কর্মকান্ড সন্দেহ জনক হিসেবেই জাতি মনে করছে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, জনগণের আবেগ নিয়ে খেলবেন না। দেশের বৃহৎ জনগোষ্ঠীর আশা আকাংখা ভরসা এখনো বিএনপির উপরে রয়েছে। নির্বাচন দেওয়া হলে বিএনপি ই জনগনের ম্যান্ডেট নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশা আল্লাহ।
Leave a Reply