বিশেষ প্রতিনিধ:
লালমোহন, ভোলা: ১৩২ নং পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং স্কুল মেরামতের সরকারি বরাদ্দকৃত অর্থ কাজ না করেই আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।
জানা যায়, ২০২২ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের এক তৃতীয় শ্রেণির ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠে, যার ফলে তিনি গ্রেফতার হন। তবে অভিযোগ রয়েছে, তিনি অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের ফাঁক গলে মুক্তি পান।
এমন গুরুতর অভিযোগের কারণে স্কুলটির প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা কমতে থাকে। বর্তমানে বিদ্যালয়ে মাত্র ৬৬ জন ছাত্রী রয়েছে, যা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অপ্রতুল বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইলে তারা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply