নিজস্ব প্রতিনিধি।
ঘূর্ণিঝড় কবলিত এলাকা চারিদিকে নদীর বেষ্টনীতে গরা বহু নির্যাতিত ও আলোচিত পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বাংলা, ১৮/২/২০২৫ ইংরেজি তারিখ রাত আড়াইটার সময় সরকারি প্রাইমারি স্কুলের পাশ আশরাফ হাওলাদার বাড়িতে আগুন লেগেছে। আগুনে তার বাড়ির হাসমরোগ সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। উক্ত দরিদ্র অসহায় খেটে খাওয়া ফ্যামিলিটি এমনিতেই অসহায় গরিব তারপর আগুন লেগে শেষ সম্বল টুকুও পুরে ছাই হয়ে দরিদ্র পরিবারের চোখের জলে চর বাংলা চরের বাতাস ভারী হয়ে আসছে, অনেকেই মনে করছেন একটি প্রভাবশালী মহল উক্ত চরের জমিগুলি দখল করে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে অসহায় পরিবার গুলির জানমালের ক্ষতি করছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে চর বাংলার মানুষগুলিকে ২০০৩ সালের ভয়াবহর রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।গেছে রাতের অগ্নিতে ধ্বংস হওয়া পরিবারের আয় রোজগার করার মত কোন লোকেই নেই, উক্ত পরিবারের দুইজন বৃদ্ধা কিভাবে জীবন কাটাবেন চর বাংলার অসহায় নিপীড়িত মানুষের প্রশ্ন জেগেছে।
এখন এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াবার জন্য হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাচ্ছি
Leave a Reply