মেহেদী হাসান হৃদয়,,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চরফ্যাশনে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন এসটিএস হাসপাতালের আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন ইউনিয়ন পর্যায়ে মোট ২১০ জন অসহায় রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম উপস্থিত থেকে রোগীদের সেবা দেন।
চিকিৎসা নিতে আসা কহিনুর নামের এক রোগী জানান, “দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। আজ এসটিএস হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্পে এসে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছি।”
এসটিএস হাসপাতালের ব্যবস্থাপক রায়হান শিকদার বলেন, “এখন পর্যন্ত আমাদের হাসপাতাল থেকে উপজেলার কয়েক হাজার দরিদ্র মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গ্রামীণ এলাকার গরিব ও অসহায় রোগীদের জন্য আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, শহীদ দিবসের মতো বিশেষ দিনে এমন উদ্যোগ গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
Leave a Reply