1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান।

  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

“নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বৈষম্যহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে আজকের এই কমলমতি শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ শ্রেণির নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এর পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সবুজকুলি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম – সাবেক ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র, ভেড়ামারা পৌরসভা।
সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোহাঃ লোকমান হোসেন – প্রধান শিক্ষক, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক আহমেদ – মাধ্যমিক শিক্ষা অফিসার, ভেড়ামারা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যারা নতুন ভর্তি হয়েছে এবং যারা স্কুল ছেড়ে চলে যাবে তাদের জন্য দেশের অনেক চাওয়া পাওয়া আছে। আজকে যারা এই স্কুলের শিক্ষার্থী তারা আগামী দিনে এই স্কুলের শিক্ষক বা অন্য কোন প্রতিষ্ঠানের দায়িত্বভার তাদের উপর অর্পিত হবে। তিনি আরও বলেন ১০/১৫ বছর পর এই সমস্ত শিক্ষার্থীরাই দেশের নীতি নির্ধারণের দায়িত্ব পালন করবেন। তোমরা ভালো শিক্ষা গ্রহণ করে ভালো কিছু করতে পারো তাহলে শিক্ষকদের গর্ভে বুক ভরে যাবে। তোমরা এই স্কুলের শিক্ষার্থী এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করেই ভালো জায়গায় পৌঁছাতে পারলেই তখনই আসবে শিক্ষকদের সার্থকতা। তোমার নিজের জীবনের স্বপ্নচুড়ায় পৌঁছাতে পারলেই দেশের উন্নয়নমূলক মূলক কাজে করে দেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।
সভাপতি তার বক্তব্য বলেন আপনারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন ভেড়ামারা গার্লস স্কুল ও ভেড়ামারা পাইলট হাই স্কুলের পড়াশোনার চেয়ে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো করেন। যদি এখানে পড়াশোনার মান ভালো হয়, আদর্শ শিক্ষা দেয়া হয়, মানবিক শিক্ষা দেয়া হয়, এখানে ভালো খেলাধুলা হয় এখানে ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাংলার পাশাপাশি ইংরেজি চর্চা করানো হয়। তবেইতো অভিভাবকরা ছুটে আসবে সবুজকুলি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে ভর্তি করতে। তখনই ভেড়ামারার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়টি হবে একটি রোল মডেল। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা আন্তরিক হন এবং শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেন তাহলেই ভেড়ামারার অন্যান্য যে সমস্ত স্কুল আছে যেখানে শিক্ষার্থী ভর্তি করার জন্য অভিভাবকরা প্রতিযোগিতা করে সেই সমস্ত স্কুলে ভর্তি না করে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করবে। স্কুলে গতানুগতিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চাসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকতে হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com