1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া অঞ্চলে আবার ও মাথা চারা দিয়ে উঠছে চরমপন্থি

  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া অঞ্চলে আবার ও মাথা চারা দিয়ে উঠছে চরমপন্থি
অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যে চরমপন্থিরা তৎপরতা বাড়িয়েছে।
বিশেষ করে কুষ্টিয়াসহ আশপাশের অন্তত ছয়টি জেলায় নতুন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এসব জেলায় হত্যাকাণ্ডের পাশাপাশি গুলি ও বোমা ফাটিয়ে অবস্থান জানান দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও চরমপন্থি বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। কুষ্টিয়া সহ আশপাশের তিন জেলার পলাতক আওয়ামী লীগ ছাড়াও বিএনপি-জামায়াত নেতাদের কারও কারও সঙ্গে যোগযোগ আছে চরমপন্থিদের।
ঠিকাদারি কাজ, হাট-ঘাট, বাঁওড়-বিল দখলে নিতে এখন মরিয়া তারা। একই সঙ্গে বালুমহালগুলোতে ভাগ বসাতে চায়। চরমপন্থিদের সঙ্গে দেনদরবার না করে দরপত্র, হাট-ঘাট ও বড় জলাশয় ইজারা নেওয়া কঠিন বলে মনে করছেন ঠিকাদাররা। চরমপন্থিদের চোখ এখন সরকারি কাজে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত বন্দুকযুদ্ধে টিকতে না পেরে বেশির ভাগ চরমপন্থি পালিয়ে যান। যারা দেশে ছিলেন, ঘাপটি মেরে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে চরমপন্থি সংগঠনগুলোর কাঠামো ভেঙে গিয়েছিল। গত ৫ আগস্টের পর পুলিশের পরিচালন দুর্বলতাসহ নানা কারণে চরমপন্থিরা সুযোগ নিচ্ছে। নতুন সদস্য সংগ্রহ করার পাশাপাশি সাজাপ্রাপ্ত পালিয়ে থাকা অনেক চরমপন্থি এখন নিরাপদে থেকে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। গত ৫ আগস্ট থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র চরমপন্থিদের হাতে। বিশেষ করে শটগানের মতো অস্ত্র নিয়েছে তারা। মাঠ পর্যায় থেকে চরমপন্থিদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এমন একজন গোয়েন্দার সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। তিনি সমকালকে বলেন, ‘কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পাবনা ও মেহেরপুরে চরমপন্থিদের তৎপরতা যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। বিশেষ করে চর ও নদী এলাকায় তাদের অবস্থান শক্ত। খুব সহজে তারা ট্রলার ও নৌযান ব্যবহার করে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে কুষ্টিয়ায় গত কয়েক মাসে অন্তত ৪-৫টি ঘটনা ঘটিয়েছে। বেশির ভাগ ঘটনাই নদীপথে। ওই কর্মকর্তা জানান, পদ্মায় বালুমহালের দখল নিতে কুমারখালীর কয়া, হরিপুর ও ভেড়ামারায় বেশ কয়েকটি হামলা হয়েছে। সেখানে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সর্বশেষ কয়া এলাকার একটি বালুঘাটে রাতে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে এসে হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এসব ঘটনার পেছনে চরমপন্থি সংগঠনের সদস্যরা জড়িত।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, আগে কুষ্টিয়া এলাকায় জাসদ গণবাহিনীর (লাল) প্রভাব ছিল। লাল নিহত হওয়ার পর সংগঠনের বাকি নেতাদের কয়েকজন পলাতক অবস্থায় ভারতে মারা যান। তবে বেশ কয়েকজন শীর্ষ নেতা এখনও বেঁচে আছেন। এর মধ্যে কালু, ফারুকসহ আরও কয়েকজন শীর্ষ নেতা আত্মগোপনে থেকে এখন দল পরিচালনা করছেন। কালুর দলে ৭০-৮০ জন সদস্য। তাদের হাতে আধুনিক অস্ত্র। সম্প্রতি কয়েকটি সিসিটিভি ফুটেজ থেকে এমন তথ্য মিলেছে। কালুর অবস্থান নিয়ে ধোঁয়াশা আছে। তিনি দেশে, না দেশের বাইরে সেটি জানা যাচ্ছে না। তবে সোর্স জানিয়েছেন, কালু দেশে আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা, নাটোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে কালুর লোকজন রয়েছে। জাসদ গণবাহিনীর নামে তারা সংগঠন পরিচালনা করছে। কয়েক দিন আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে একটি শ্মশান ঘাটে তিনজনকে হত্যা করা হয়। একই জায়গায় দেড় যুগে হত্যা করা হয় আটজনকে। কুষ্টিয়ার সীমানায় অবস্থিত জায়গাটি। সর্বশেষ নিহত তিনজনের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ চরমপন্থি হানিফ ছিল। সে এক সময় ডাকাতি, হাট-ঘাট, দরপত্র নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করত। সম্প্রতি আবার দল গোছানোর কাজ করছিল গোপনে। এ হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে কালুর নামে ঝিনাইদহের সাংবাদিকদের মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়। হানিফের সহযোগীদের হুঁশিয়ারি দেওয়া হয় ওই বার্তায়। ‌হানিফের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলায়। ওই উপজেলায় অনেক বিল-বাঁওড় আছে। এসব দখলে নিতে বেশ কয়েকটি পক্ষ তৎপর। পাশাপাশি নতুন বছরে হাটগুলো ইজারা দেওয়া হবে। এসব হাট-বিল এবং বাঁওড়ের দখল নিতে কাজ করছে চরমপন্থিরা। বিএনপির অনেক নেতা এসব নিয়ন্ত্রণে নিতে এখন সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
জাসদ গণবাহিনীর পাশাপাশি, গণমুক্তিফৌজ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির গোপন সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছে। যেসব অস্ত্র মাটির নিচে পুঁতে রাখা ও গোপন স্থানে রাখা ছিল, সেগুলোর ব্যবহার শুরু করেছেন সদস্যরা। তবে জাসদের পক্ষ থেকে সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ‘জাসদ গণবাহিনী নামে কোনো সংগঠন নেই। গোপন কোনো সংগঠনের সঙ্গে জাসদের সম্পৃক্ততা নেই।
কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থি সংগঠনগুলোর গতিবিধির খোঁজখবর রাখেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন ব্যক্তি বলেন, ‘৫ আগস্টের পর চরমপন্থিদের তৎপরতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যে জাসদ গণবাহিনীর (কালু) তৎপরতা সবচেয়ে বেশি। তাদের দলে এ মুহূর্তে সদস্য সংখ্যা অনেক। এ ছাড়া বিপ্লবী কমিউনিস্ট পার্টির বেশ কয়েকটি ছোট গ্রুপ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে তারা সাবধানতা অবলম্বন করছে। জাসদ গণবাহিনীর চলাফেরা এখন অনেক বেশি। এ ছাড়া ব্যক্তিকেন্দ্রিক আরও কিছু ছোট গ্রুপ আছে, তারাও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
নতুন করে তৎপরতা বাড়ায় ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে। সরকারের নির্দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা সংগঠনগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। তাদের কাছে খবর আছে, এসব সংগঠন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত ১৫ বছর কোণঠাসা এসব সংগঠন আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। ঠিকাদারি কাজ, হাট-ঘাট ও বিল-বাঁওড়ের নিয়ন্ত্রণ নিয়ে ইতোমধ্যে গোলাগুলি হয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com