কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া কুমারখালী চরসাদিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর ঘোসপুর গোরস্থান সংলগ্ন জয়েন সর্দার এর বাড়ির সামনে থেকে এক কিশোরের রহস্যজনক মরদেহ পাওয়া গেছে। খোজ নিয়ে জানা যায়, ওই ছেলের পারিবারিক কলহের কারণে গত ২৭/০২/২৫ ইং বৃহস্পতিবার সন্ধায় ওর মা মারতে গেলে ছেলে দৌড়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়।এর পরে থেকে নিখোঁজ ছিল। আজকে সকালের দিকে লাশের গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহ খুজে পায়। পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ পোস্টমর্টেম করার জন্য থানায় নিতে চাইলেও ওই ছেলের বাবা-মা ফুফুসহ স্থানীয়রা বাধা দেয়। পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড কি না। এদিকে ছেলের পরিবার বলছে এটা স্বাভাবিক মৃত্যু। এটা নিয়ে এলাকায় সবার মধ্যে এক ধোয়াশা তৈরি হয়েছে।
এলাকার কেউ কেউ বলছে মায়ের মারার ভয়ে বালুর বস্তার কাছে শুয়ে ছিল উপর থেকে বালুর বস্তার চাপা পড়ে মারা গেছে। আবার কেউ কেউ বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে। ওই ছেলের বাবার ভাষ্যমতে ছেলের নিকটাত্মীয় বলতে তেমন কেউ নাই। এই লাশ থানায় নিয়ে গেলে আনার মত কেউ নাই। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় সেখানে চর সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মেছের আলী খান উপস্থিত আছেন এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply