1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর ফেরত।

  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৮ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর ফেরত
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আবু সাইদ (৫৫) ও কানু হালদার (৫৫) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরে বিএসএফের অনুরোধের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে ফেরত পাঠায় বিজিবি।
আটক দুজন ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে দুজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করে বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুলবশত সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছেন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করে এবং বিএসএফের অনুরোধের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় বুধবার সকালে বিএসএফের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় বিজিরর পক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় নাগরিকদের বিএসএফের কাছে সুস্থভাবে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com