আজ সকাল ১১ ঘটিকার সময়। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের বোয়ালিয়ার মোড় নামক স্থানে। একটি ড্রাম ট্রাকের সঙ্গে নারকেল বোঝাই একটি ট্রাকের আংশিক সংঘর্ষের ফলে নারিকেল বোঝাই ট্রাকটি উল্টে। ডান পাশের পুকুরে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সাধারণ জনতা উপস্থিত হয় এবং ড্রাইভারকে গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমি সেখানে যেয়ে জানতে পারি। ড্রাইভারটি বরিশাল থেকে নারিকেল বোঝাই করিয়া উত্তরবঙ্গের নওগাঁ জেলায় যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com