হবিগঞ্জ মাচুলিয়া বীজের পূর্ব পাড়ে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন পাগল প্রকৃতির এই ভয়ংকর রূপকে মোকাবিলা করার সামর্থ্য সাধারণ মানুষের থাকলেও বোধ শক্তির অভাবে রাস্তায় অবহেলায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন রোগীদের তা নেই । ফলে তীব্র শীত কিংবা প্রচন্ড গরম এবং বর্ষায় বসে শুয়ে থেকেই দিন কাটে তাদের । রাস্তায় চলাচলকারী সাধারণ পথচারীদের সেদিকে কোন খেয়াল নেই। থাকলেও মানবিক মূল্যবোধের দিক থেকে তাদের পাশে এগিয়ে আসার কেউ নেই।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com