ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বক্তারা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার অভাবে আসামিরা পার পেয়ে গেছে। যার কারণে একের পর এক এ ধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের ওপর দোষারোপ করা হচ্ছে।
দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com