মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকগামী পর্যটকদের জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে দীঘিনালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া।
গ্রেফতারকৃতরা হলো, বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া।
পুলিশ জানায়, গেল ৩ মার্চ সাজেক যাওয়ার সময় দীঘিনালার নয় মাইল এলাকায় গাড়ীর গতিরোধ করে ৮ জনকে জিম্মি করে। মুক্তিপণ হিসেবে স্বজনদের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়। বিভিন্ন মাধ্যমে ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে পরের দিন তাদের ছেড়ে দেয়া হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে জড়িতদের গ্রেফতার করে।
খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, পর্যটকদের আটকিয়ে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com