*মুহাম্মাদ মিজান খাঁন*:
*হবিগঞ্জ জেলা প্রতিনিধি*
দেশের বিচারহীনতা -স্বৈরাচারের লাঠিয়াল প্রশাসনের নির্বিকার অবস্থানের সুযোগে দেশব্যাপী হত্যা,লুঠ ও ধর্ষণের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনা ছাত্র সমাজের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়* এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংঘটক পলাশ মাহমুদ, জামায়েত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সেক্রেটারি মোঃ শাহজাহান আলী। উপজেলা কমিটির প্রতিনিধি জাহিদ হাসান,আলাউর রহমান বামসি,দেওয়ান রুহাম গাজি ও আরিফ আহমেদ আরোও অনেকই
পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে তাদের বিগত ১৭ বছরের কার্যকলাপের যে পুনরাবৃত্তি বজায় রেখেছে তারই ধারাবাহিকতায় মাফিয়া স্টাইলে দেশব্যাপী ন্বৈরাজ্য চলমান রেখেছে আর এর পিছনে প্রত্যেক্ষ মদদ দিচ্ছে হাসিনার নিয়োগকৃত প্রশাসন বাহিনী। দেশের জনগণের টাকায় সংসার চালানো প্রশাসন থাকার পরও হালের *আছিয়া কিংবা খাদিজা-তনুর মত এখনও দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন হয়রানি, ধর্ষণ ও খুনের মত জঘন্য কাজ অবাধে চলছে।দিনারপুর পরগনার প্রত্যেক ইস্কুল কলেজের ছাত্র ছাত্রীদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে* যদি অনতিবিলম্বে প্রশাসন সন্ত্রাসীদের প্রতিরোধে একশন গ্রহন না করে পরবর্তী কর্মসূচি হবে প্রশাসনের বিরুদ্ধে আর তাদের মনে রাখা দরকার একবার জনতা ক্ষমা করলেও পরবর্তীতে পালানোর জায়গা এই দেশে হবে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে
দিনারপুর পরগনা ছাত্র সমাজ
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com