মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্যে বোয়ালখালী এলাকার মেসার্স ফোর বিএম ও মেসার্স কেবিএম নামের দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ইউএনও মোঃ মামুনুর রশীদ।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদালতের রীট পিটিশন ও আদেশক্রমে উপজেলার সবকয়টি ইট ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট ভাটা গুলোতে পর্যাপ্ত পানি দিয়ে আগুন নিভিয়ে অকার্যকর করে দেওয়া হয়েছে।’
আদালতের পরবর্তী ভিন্ন কোন আদেশ না হওয়া পর্যন্ত ইট ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে বলে জানিয়ে ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, ‘লুকোচুরি করে ইট ভাটার কার্যক্রম পরিচালনার কোন প্রকার চেষ্ঠা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ দীঘিনালা থানা পুলিশের কঠোর নজরদারি থাকবে৷’
এ সময় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ, ঝুম নিয়ন্ত্রণ বিভাগের (মেরুং রেঞ্জ) সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী,০১৩২৩০০২৩৭৭ সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়, ০১৬১০০৯৩৬২২
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ