রাজিব হাসান রাজু,
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
চরফ্যাশন টিউবওয়েল সহ মটরে পানি উঠা বন্ধ হয়ে গেছে, গবেষণা সুত্রে জানা গেছে এতো দিন বাসা বাড়িতে টিউবওয়েল বসানো হতো মিনি হাউজিং দিয়ে। সবাই পানি পরিমাণ মতো পেতু
এবছর ধান চাষে চাষারা ৮ থেকে ১২ ইন্চী হাউজিং করে। এবং ৪ থেকে ৫ ঘরা মটর দিয়ে পানি উঠায়। এর ফলে টিউবওয়েল এর লেয়ার / স্তর নিচে নেমে গেছে, তাই ডিপ টিউবওয়েলে পানি আসে না।
শুধু হাউজিং নলকূপ এ পানে আশে।
সাধারণ মানুষ এর একটাই আহবান উপজেলা থেকে পার্মিশন ছাড়া যেনো কোনো হাউজিং ডিপ না বসানো হয়।
এবং চরফ্যাশন উপজেলাদীন হাজারীগন্জ মাদ্রাজ অসংখ্য হাউজিং রয়েছে এসব বন্ধ করে দেওয়া হউক,
গবেষকরা এটাও বলেন বৃষ্টি না হওয়া পযন্ত যে সকল টিউবওয়েলে ডিস্টার্ব দেখা দিছে, ঐ সকল টিউবওয়েল ঠিক করা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com