ভোলা প্রতিনিধি,
ভোলা জেলার হাজারীগঞ্জ ইউনিয়নের যুবলীগ সভাপতি ও নজরুল ইসলাম কলেজের শিক্ষক কামরুল ইসলাম নাগর-এর বিরুদ্ধে অসহায় মানুষের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তিনি ২০২০ সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছেন এবং মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, কামরুল ইসলাম তার ঠিকানা ৯ নং হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হওয়া সত্ত্বেও, তিনি ১০ নং হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে একজন রিকশাচালক বলে পরিচয় দেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন কলেজ শিক্ষক।
এছাড়াও, তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, তার এই কর্মকাণ্ডের ফলে অনেক অসহায় মানুষ সরকারি বরাদ্দকৃত চাল থেকে বঞ্চিত হয়েছেন।
একজন ভুক্তভোগী জানান, "আমরা গরিব মানুষ, আমাদের জন্য সরকার যে চাল দেয়, সেটা ঠিকমতো পাই না। কামরুল ইসলাম এই চাল আত্মসাৎ করে নিজে লাভবান হচ্ছেন।"
আরেকজন জানান, "আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না।"
এলাকাবাসী উক্ত বিষয়টি (দুদক) সাথে সাথে ভোলা জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com