মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাংলাদেশে সর্বপ্রথম ১৯৮৩ সাল থেকে ভোক্তা অধিকার দিবসটি উর্যাপন করে আসচ্ছে । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ পাশ হওয়ার পর হতে দেশে দিবসটি সরকারি ভাবে হচ্ছে। ভোক্তা অধিকার অন্যতম মানবাধিকারন এদেশে সর্বপ্রথম ১৯৭৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও নকল, ভেজাল প্রতিরোধ সহ সচেতনতা সৃষ্টির জন্য কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাংলাদেশ সরকারও বিশ্ব ভোক্তা সংস্হা কনজুমারস ইন্টারন্যাশনাল (সি,আই)স্বীকৃত ভোক্তা অধিকার সংগঠন প্রতিষ্ঠান হিসাবে কাজকরে যাচ্ছে । ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ও সাধারন এর নিদেশনায় কুষ্টিয়া জেলা ক্যাব সেচ্ছাসেবার বৃত নিয়ে কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনকল্যানে প্রতি মুহূর্তে সরকারের তথা জেলা প্রশাসনের সহযোগী হিসেবে প্রায় দের যুগ ধরে কাজ করে যাচ্ছে। এবার দিবস টি পালন না করায় খুব্ধ জনসাধারন। নাফিজ আহমেদ খান টিটু, সভাপতি ক্যাব, কুষ্টিয়া জেলা কমিটি।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com