মোঃ নাছির উদ্দীন,
খাগড়াছড়ি দীঘিনালাতে আছিয়া ধর্ষকেদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে দীঘিনালার সর্বস্তরের ছাত্র জনতা ।
রবিবার বিকাল ৩ টায় দিঘীনালা ছাত্র সমাজের আয়োজনে দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি উপজেলা পরিষদ, থানা বাজার , দীঘিনলা থানা হয়ে দীঘিনালা কলেজ চত্বরে এসে শেষ হয় ।
এতে উপস্থিত ছিলেন দীঘিনালা ছাত্র প্রতিনিধি মারুফ খান, রবিন, মারুফ হোসেন, তন্ময়, তাইজুল ইসলাম, ইয়াকুব, ইসমাইল, ফাহিম,সহ দীঘিনালার সর্বস্ত ছাত্র জনতা।
মিছিলে তারা ‘হত্যাকারীদের, বিচার করো, করতে হবে’, ‘খুন ধর্ষণ, নিপীড়ন, রুখে দাও বাংলাদেশ’, ‘খুন-ধর্ষণ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’, ’ ইত্যাদি স্লোগান দেন
দেশের আলোচিত মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দীঘিনালা ছাত্র সমাজ।
কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে পাশবিক যৌন নির্যাতনের শিকার শিশু আছিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। তার মৃত্যুতে আমরা গভীর শোক জানাচ্ছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি।
আট বছরের শিশুকন্যা আছিয়ার ধর্ষণের শিকার হওয়ার ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে এমনটা দাবি করে তারা বলেন, ইসলামে ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তির বিধান রাখা হয়েছে। ধর্ষণকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে ।
আছিয়ার মত আর কোন শিশুর যেন বাংলাদেশে নির্যাতিত না হয় দ্রুত সরকারকে ধর্ষণকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com