হাসান আহমেদ হৃদয় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
মৃত্যু, এক অমোঘ এবং অনিবার্য সত্য। তবে এই চিরন্তন সত্যকে ঠেকাতে যুগে যুগে মানুষের প্রচেষ্টা অবিরাম। কখনো পুণর্জন্মের স্বপ্ন, কখনো মহাজীবন পেতে মরিয়া চেষ্টার মধ্যে দিয়ে মানুষ ঘুরে বেড়িয়েছে। এবার সেই আশাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এক জার্মান প্রতিষ্ঠান, যা প্রতিশ্রুতি দিচ্ছে দ্বিতীয় জীবনের সুযোগ, তবে এজন্য খরচ পড়বে ২ লাখ ডলার! যা বাংলাদেশী টাকায় ২৪ কোটি ২৯ লাখ ৪ হাজার টাকা প্রায়।ইউরোপের প্রথম ক্রায়োনিক্স ল্যাব "টুমোরো বায়ো" এই অভিনব উদ্যোগের সাথে যুক্ত। তাদের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এখন বার্লিনের সড়কে দাঁড়িয়ে, প্রস্তুত একটি ফোন কলের জন্য। কল আসলেই লাশের খোঁজে বেরিয়ে পড়বে গাড়িটি। ল্যাবে আনার আগেই গাড়িতে শুরু হবে মরদেহের হিমায়িতকরণ এবং অন্যান্য প্রক্রিয়া। মরদেহে থেকে পানি এবং অন্যান্য ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলা হবে, যাতে পচনশীলতা রোধ করা যায়।এরপর, মরদেহটি ল্যাবে পৌঁছানোর পর তাপমাত্রা মাইনাস ১৯৬° সেলসিয়াসে নামিয়ে আনা হয়, যেখানে মরদেহের কোষগুলো অক্ষত থাকবে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বিশেষ ক্রায়ো প্রটেকটিভ এজেন্ট যেমন ডাইমিথাইল সালফক্সাইড এবং ইথাইলিন গ্লাইকোল, যা মরদেহের ভেতর এবং বাইরের অংশে কোনো রকম জমাট বাঁধতে দেয় না।
সবশেষে, মরদেহটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে পাঠানো হয়, যেখানে সেটি অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকবে।
এটি কি আসলেই দ্বিতীয় জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে? হয়তো বা না, তবে এই প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা ঘটেছে, যেখানে মৃত্যুও অমর হতে পারে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com