মোহাম্মদ মিজান খান
হবিগঞ্জ জেলা সংবাদদাতা
নবীগঞ্জ উপজেলা ১৩ নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও ও রইচগঞ্জ মধ্যস্থলে প্রতিনিহত ডাকাতি হচ্ছে, গত ১৭/৩/২০২৫ ইং রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক রাত ১টায় ডাকাতি করে বড়গাঁও গ্রামের মহিবুল রহমান মামুন ও রুকুনপুর গ্রামের আমির হোসেন নামক এক যুবককে তারা রইচগঞ্জ বাজার হইতে মোটরসাইকেলে বাড়ির দিকে আশার পথে ডাকাতরা আক্রমণ করে আমির হোসেনের মোটরসাইকেল ডাকাত দল নিয়ে যায়। ও মহিবুল ইসলাম মামুন, আমির হোসেন দুজনের টাকা মোবাইল ফোন নিয়ে যায়, ঘটনাটি জানার পরে গোপলা থানার এসআই আব্দুস সালাম ও এলাকার জনসাধারণ ঘটনাস্থলে গিয়ে তাদের কে উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে দেখে আমির হোসেনকে হাত পা বাধা অবস্থায় রেখে ডাকাত দল চলে যায়। বড়গাঁও রইচগঞ্জ বাজারের মধ্যস্থলে প্রতিনিহত ডাকাতি হয় রাত দশটার পরে দুই গ্রামের মধ্যে মানুষ যাতায়াতের সময় ডাকাতদের কবলে পড়ে প্রতিনিয়ত।দুই গ্রামের মানুষ ডাকাতদের ভয়ে সব সময় থাকে। ঘটনাটি বারবার প্রশাসনকে জানানোর পরেও কোন প্রকার প্রশাসনীয় ব্যবস্থা নেওয়া হয় নাই। এতে করে দিন দিন ডাকাতের উৎপাত বেড়েই চলছে।প্রশাসনীয়ভাবে কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ও এর পাশাপাশি অতি দ্রুত ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছে
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com