নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের যুবলীগের আকলু মিয়া কে বিশেষ অভিযান করে তাকে গ্রেফতার করেছে।এই যুবলীগ নেতা আকলু মিয়ার অত্যাচারে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে দুই গ্রাম মানুষকে!!এমন কোন জঘন্য কাজ নাই তার দ্বারা সংঘটিত হয় নি!এই আকলু
সন্ত্রাসী,চাদাবাজী,জুয়া,,দালালী,হামলা,যুলুম অত্যাচার সর্ব জঘন্য বিষয় ১৪/১৫ বছর ধরে তার ধারা সংগঠিত হচ্ছে!! বড়্গাও বা বড়কান্দি গ্রামের যে কোন মানুষ কে জিজ্ঞাস করলে তার আমল নামা পেয়ে যাবেন!
১৪/১৫ বছর যাবত তার কর্মকান্ডের অংশিদার অসাধু পুলিশ ও স্থানীয় কিছু নেতা!আওয়ামী সরকার থাকা কালে আকলুর নামে এখনও থাকায় আদালতে অনেক মামলা/অভিযোগ থাকলেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় নি।।আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে অবৈধ কাজে লিপ্ত থাকে শুধু তাই নয়
৪আগস্টের ছাত্র জনতার আন্দোলনে বাধা প্রদানকারী অস্ত্র সহকারে আকলু ছিল সক্রিয় ভূমিকায়!!
৪আগস্টের আন্দোলনের ভিডিও এনালাইস করলেই তার প্রমান মিলবে!!স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এমন কোন মানুষ নাই তার কার্যকলাপের বেপারে অবগত নয়!!
প্রশাসনিক এবং সামাজিকভাবে এমন অভিশপ্ত সন্ত্রাস (আকলু)
গ্রামের শান্তি প্রিয় মানুষ অশান্তি চায় না, যুবলীগের আকলু মিয়া গ্রেপ্তার হওয়ায় এলাকায় প্রশান্তি ছায়া নেমেছে,
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী,০১৩২৩০০২৩৭৭ সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়, ০১৬১০০৯৩৬২২
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ