মো.নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় এক কিশোরী অপহরণের ঘটনায় মোঃ শাকিল আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বোয়ালখালি ইউনিয়ন এর ০৮নং ওয়ার্ডের পশ্চিম কাঠালতলী এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার রাত ০১টায় বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওই কিশোরীকে তার নিজ ভাড়া বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অসচ্ছলতা ও মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে স্থানীয় একটি বেকারীতে শ্রমিকের কাজ করতেন কিশোরীর বাবা। সেই বেকারী মালিকের বাড়িতেই ভাড়ায় থাকতেন কিশোরীর পরিবার। স্কুল যাওয়া-আসার পথে বাড়ির মালিকের ছেলে শাকিল দীর্ঘদিন থেকে কিশোরীকে রাস্তায় পেয়ে প্রেমর প্রস্তাব দিত। পরিকল্পনার অংশহিসেবে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওৎ পেতে থাকে। মধ্যরাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তখন তাকে অপহরণ করা হয়। রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অবগত করলে, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান পরিচালনা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এবং ভিকটিম কিশোরীকে উদ্ধারের পর পুলিশ নিরাপত্তায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে গ্রহণ প্রেরণ করা হয়েছে। কিশোরীর বাবা উক্ত গঠনায় অপহরণ মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com