এম. ইব্রাহিম খলিল,
উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা, কুষ্টিয়া।
কুষ্টিয়ার জেলার ভেড়ামারা উপজেলার মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় গতকাল রাত আনুমানিক ১ ঘটিকার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১০টি রুম সম্পূর্ণভাবে পুড়ে যায়, ফলে বসবাসকারী পরিবারগুলো সর্বস্ব হারিয়ে পথে বসেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও আনুমানিক প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ:
১. মোহাম্মদ নুরুজ্জামান: নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, একটি রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
২. মোঃ দুলাল: ৩টি রুম, একটি রান্নাঘর, ১টি ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
৩. মোহাম্মদ বিলাল হোসেন: একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, একটি ফ্রিজ, একটি গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস হয়েছে।
৪. মোহাম্মদ কামাল হোসেন: একটি রুম, একটি রান্নাঘর এবং দুইটি মোবাইল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ:
অগ্নিসংযোগ এর সঠিক কারণ জানা যায়নি তবে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তলবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর ও কতিপয় ব্যক্তি বলেন, ফায়ার সার্ভিস পৌঁছেতে দেরী হওয়ায় ততক্ষণে পরিবারগুলোর বেশিরভাগ সম্পদ পুড়ে যায়। এলাকা বাসীর দাবী ফায়ার সার্ভিসের টিম আরো একটু আগে পৌঁছালে হয়ত ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পাশে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে জোর দাবী জানায়।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com