মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশির মাঠ জামে মসজিদে
শুক্রবার ২১ মার্চ ২০ রমযান মক্তবের ছাত্র ছাত্রী ও অভিভাবক সহ ইফতার ও দোয়া মাহফিল।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আলহাজ্ব সিরাজুল ইসলাম নিজামী সাহেব,সাবেক খতীব সস্থিপুর শাহী মসজিদ কুষ্টিয়া ও সাবেক সহকারী সুপার সস্থিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কুষ্টিয়া।
বিশেষ মেহমান হিসাবে উপস্থি ছিলেন হজরত মাওলানা মনিরুল ইসলাম কাথুলিয়া কুষ্টিয়া।
উক্ত মাহফিলে যাহারা সার্বিক সহযোগিতা করলেন আমার ভাই জনাব মীর মাসুদ রানা,হাফেজ মাওলানা ইসমাইল সাহেব,আমার ছোট ভাইয়ের ছেলে হাসিবুল হাসিব, শিশির মাঠ ও শিমুলিয়ার কিছু ধর্মপ্রাণ মুসলিম ভাই ও আমার মক্তবের ছাত্র-ছাত্রীরা।
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন কাথুলিয়া গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মনিরুল ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম নিজামি সাহেব।
উক্ত অনুষ্ঠানে খেদমতে ছিলেন জনাব জাহিদুল ইসলাম,জাকির হোসেন,বকুল ও রাশিদুল।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com