বিজয় চৌধুরী ( ঢাকা সিটি প্রতিনিধি )
৯০'এর গনঅভ্যুত্থানে নূর হোসেনের শরীরে লেখা ছিল, 'স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক'। তারই প্রতিচ্ছবি যেন আমাদের আবু সাঈদ। ৯০'এর গনঅভ্যুত্থানের পর সাধারণত মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের কিন্তু বাস্তবে তা হয়নি। নতুন করে শুরু হয়েছিল ফ্যাসিবাদী শাসন। ২৪'এর গনঅভ্যুত্থান যেন সেই ৯০'এর পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দলগুলোকে গণমানুষের কন্ঠস্বর হয়ে উঠতে হবে তবেই আমরা প্রকৃত অর্থে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত হব। যার জন্য ইন্টেরিম গভর্নমেন্ট কে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com