তুহিন দেওয়ান,,
কৃষকেরাও নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছেন এ উপজেলায় গত বছর ৮০ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হলেও এবছর তা বেড়ে আবাদ করা হয়েছে ৮২ হেক্টর জমিতে। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছরে তজুমদ্দিন উপজেলায় ৩৫ টি সূর্যমুখী প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ বছর সরকারের প্রদর্শনীর কর্মসূচি আওতায় কৃষকে সূর্যমুখীর বীচ ও সার বিতরণ করেছেন কৃষি বিভাগ, উৎপাদন খরচ কম ও বেশি লাভ হয় সূর্যমুখী চাষে যুকছেন, স্থানীয় কৃষকরা
মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
সূর্যমুখী ফুলের ভাল ফলন হওয়ায় এবং মাঠ গুলো দেখতে ভালো হওয়ায় মানুষ প্রতিদিন মাঠে ঘুরতে আসেন কেউ আবার ঘুরতে এসে নিজ এলাকায় সূর্যমুখী চাষ করার আগ্রহের কথা ও জানান,,
এ বছর তজুমদ্দিন উপজেলায় সূর্যমুখীর ব্যাপক চাষাবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে বিগা প্রতি ৪ গুন ফলন হবে ও কৃষকের খোঁজখবর সহ সব ধরনের পরামর্শ দিচ্ছেন তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম আসাদ...
এ বছর হাই সান ৩৩ ও হাইসান ৩৬ সূর্যমুখীর চাষের আবাদ হয়েছে,সূর্যমুখী চাষ করার সাথে সাথে ভোজ্য তেল হিসাবে সূর্যমুখীর তেল নিজেরাও রান্নায় ব্যবহার করছেন,, এমনকি সূর্যমুখী তেল বিক্রি করে আর্থিকভাবে লাভবা
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com