খুলনা ব্যুরো প্রধান।
#বাবা
যে দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন,,,,
ঐদিন পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছিল,
অথচ সেদিন ভূমিকম্প হয়নি,
না কোনো প্রাকৃতিক দুর্বিপাক,
কিন্তু সহসাই পাতালের দিকে ধাবিত হতে শুরু করলাম!😢
বাবা মারা যাবার পর প্রথম এমন হয়েছিল!
#মা
যে দিন পৃথিবী ছেড়ে বিদায় নিলেন,,,
মনে হলো কে- যেন হৃদয়ের হৃদপিণ্ডের রশি ধরে টান দিলো😢
দেখলাম পৃথিবীর অন্য সব মানুষ যার যার জায়গায় স্থির দাঁড়িয়ে আছে,
কেবল আমাকেই হিড়হিড় করে নীচে নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো এক শক্তি!
ওদের মাথার উপর ওদের বাবা ও মায়ের ছায়া হয়ে দাঁড়িয়ে ছিল,
কেবল আমার মাথার উপর থেকে বাবা মায়ের ছায়াটা হঠাৎ করে সরে গেল,,😢
ব্যাপারটা পৃথিবী যেন কিছুতেই মেনে নিতে পারলো না!
ভীষণভাবে দুলে উঠল!
আমি ধূলোয় লুটালাম!
সেই থেকে ছায়া খুঁজে বেড়াচ্ছি,,,
আজও নিষ্ঠুর এই পৃথিবীতে,,,
মাথার উপর বুলিয়ে দেয়ার জন্য দুটো হাত খুঁজে বেড়াচ্ছি,,,,
ঈদের নামাজ পড়ে
ক্ষমা চাওয়ার জন্য এক জোড়া পা খুঁজে বেড়াচ্ছি,,,,,!! ছিমছাম একটা কবরস্থান,
সেখানে সাড়ে তিন হাত দৈর্ঘ্যের ছোট্ট একটা মাটির ঘরে শায়িত আছেন পরম নির্ভরতার আমার সেই #বাবা ও #মা 😢
মাটি তার মাংস চামড়া সব খেয়ে নিয়েছে,
হাঁড়-গোড়ের অধিকাংশও ইতিমধ্যে লোপাট করে নিয়েছে,😢
মর্ম বেদনা আর নির্মম পরিহাস নিয়ে জীবন যুদ্ধের পথ ধরে চলেছি,,,,!!!
আর কেউ জানুক - বা- না জানুক আমি জানি নিঃসঙ্গ জীবন কতটা দুর্বিসহ যন্ত্রণা
বয়ে বেড়ায়,,,😢😢
বাবা মায়ের জন্য দোয়া প্রার্থী,,,,,!!!
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com