মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
সমন্বয়ক পরিচয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে সাত দিনের মধ্যে ট্রান্সফারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় থানার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। এছাড়া একই সময় থানার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সাংবাদিককে হেনস্তা করে কুষ্টিয়ার সমন্বয়ক পরিচয়ধারী সাব্বির হোসেন।
জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা সমাধান করতে থানায় আসেন স্থানীয়রা। তারা থানায় সমাধানের জন্য ঐক্যমত পোষণ করলেও বৈঠক শেষ হওয়ার পর সমন্বয়ক পরিচয়ে সাব্বির হট্টগোল শুরু করেন।
এলাকাবাসী চলে যাওয়ার পর কুষ্টিয়া আঞ্চলিক দৈনিক সময়ের খবর পত্রিকার সাংবাদিক মহসিন কবিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে হেনস্তা করেন সমন্বয়ক সাব্বির। পরে সাব্বির এসপি ও ডিআইজিকে মুঠোফোনে কল করে বিষয়টি জানানোর হুমকি দিয়ে ওসিকে সাত দিনের মধ্যে ট্রান্সফারের হুমকি দেয়ার হুমকি দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে সাংবাদিক শেখ মহাসিন কবির বলেন, “আমি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হট্টগোল দেখে সংবাদ সংগ্রহের জন্য ঘটনা সম্পর্কে জিজ্ঞেসা করলেই— আমাকে সমন্বয়ক পরিচয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। আমি কথা বাড়ালে আমাকে হেনস্তা করা হয়। সাংবাদিক হিসেবে আমার সাথে এমন হবে এটা কখনো প্রত্যাশা করিনি।”
এবিষয়ে ইবি থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, “ইবি থানাধীন সুগ্রীবপুর জমিসংক্রান্ত একটি বিষয় নিয়ে থানায় মিমাংসা হয়। মিমাংসার পরে এলাকার সুধীজনরা আমার সাথে দেখা করতে এলে সমন্বয়ক পরিচয় দাতা সাব্বির বাহিরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে অফিসার ও এলাকাবাসীরা আমাকে জানান। বিষয়টি আমি আমার উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। একজন শিক্ষার্থী বা সমন্বয়কের থেকে এই বিষয়টি প্রত্যাশিত না।”
তিনি আরো বলেন, “সাব্বির মাঝেমধ্যেই থানার অফিসারদের হুমকি ধামকি দেয়। সমন্বয়ক পরিচয়ে তিনি পুলিশ অফিসারদের মাঝেমধ্যেই খাগড়াছড়ি, বান্দরবান ট্রান্সফারের হুমকি দেয়। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বিষয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নিয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।”
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com