সাকিব হাসান, কুমারখালী :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল (বুধবার) বিকেলে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চৌরঙ্গী ও তার আশেপাশের অন্তত পাঁচ থেকে সাতটি গ্রামের বহুমুখী জনতা।
বিক্ষোভকারীরা নানা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে ইসরায়েলবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা যে সমস্ত শ্লোগান দেন।
ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই। ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে। নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে। বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো,প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
এসময় মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র জনতা, মসজিদের ইমাম, ব্যবসায়িক ও সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা? আমরা নির্যাতিত মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধ করে না পারলেও আমরা ইসরায়েলের পণ্য বর্জন করে তাদের পাশে দাঁড়াতে পারি।
বক্তরা আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি জনগণ ক্ষুব্ধ ও ব্যথিত।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com