মোঃ নাছির উদ্দীন,,
শনিবার ১২ এপ্রিল রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দিঘীনালা থানাধীন কবাখালি ইউপির, শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া পবলাখালি শান্তিপুর এলাকায় কলিচিত্তি চাকমার বাড়ীর পূর্ব পাকা রাস্তা সংলগ্ন বাঁশ ঝাড় হইতে পরিত্যক্ত অবস্থায় *০১ টি দেশিয় এলজি অস্ত্র ও ০১টি কার্তুজ (তাজা) ০৪ টি ব্যবহারিত খোসা* উদ্ধার করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া
জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী,০১৩২৩০০২৩৭৭ সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়, ০১৬১০০৯৩৬২২
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ